শিরোনাম
রামু সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান সড়ক দুর্ঘটনায় কলাতলীর মুক্তিযোদ্ধার পুত্র নিহত জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও পথসভা অনুষ্ঠিত রামুতে তারুণ্যের উৎসব আন্তঃ স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে শুভ মাঘী পূর্ণিমা উদযাপন পরিষদ গঠিত কক্সবাজার সরকারি কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শীতার্তদের পাশে কসউবি ২০১১ ব্যাচ কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

ইউনিয়ন হাসপাতাল কক্সবাজার ও টুয়াকের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

ইউনিয়ন হাসপাতাল কক্সবাজার পিএলসি ও টুয়াকের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর সম্পন্ন।

অদ্য ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার, কক্সবাজারে ইউনিয়ন হাসপাতাল কক্সবাজার পিএলসি এবং ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

ইউনিয়ন হাসপাতাল কক্সবাজার পিএলসি-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুল হুদা। অপরদিকে টুয়াক-এর পক্ষে স্বাক্ষর করেন আহ্বায়ক মিজানুর রহমান মিল্কী, সদস্য সচিব আনোয়ার হোছাইন, এবং সদস্য কফিল উদ্দিন।

এই চুক্তির আওতায় টুয়াক সদস্যগণ, তাদের পরিবারবর্গ, এবং টুয়াক সদস্যদের মাধ্যমে সেবা গ্রহণকারী পর্যটকরা ইউনিয়ন হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন হাসপাতাল-এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রুহুল কাদের শিলু।

এই চুক্তি টুয়াক সদস্য ও পর্যটকদের জন্য উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।




Developed by e2soft Technology