শিরোনাম
রামুতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে বকনা ও ষাড় বিতরণ বাঁকখালী নদী দখল-দূষণ মুক্ত করে, দখলবাজদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবিতে স্বারকলিপি জুলাই আন্দোলনের সংগঠক ও ছাত্র প্রতিনিধিদের উপর চাদাবাজ কর্তৃক হামলার প্রতিবাদে মানব বন্ধন রামুতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন কক্সবাজারে কলাতলীর চাঁদাবাজ জামাল ও ফয়সাল কর্তৃক হামলার শিকার হয়েছেন কক্সবাজারের জুলাই আন্দোলনের প্রধান সংগঠক খালিদ ও সাঈদ স্বাধীন! কক্সবাজারে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির আহবান রামুতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২ হাজার ৯৫৩ রামুতে খালের পানিতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু রামুতে বাংলা নববর্ষ ১৪৩২ বরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার গ্র্যান্ড ইফতার অনুষ্ঠিত

দিনটি আজ খরচের লাগাম টেনে ধরার

সিবিএল ডেস্ক:

আজ ৩১ অক্টোবর বিশ্ব সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস বা ওয়ার্ল্ড সেভিংস ডে। মূলত পরিবার ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহবান জানানোর মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি।

উন্নত বিশ্বের দেশগুলোতে অনেক উৎসাহের সঙ্গে বিশ্ব মিতব্যয়িতা দিবস উদযাপন করা হয়।
জানা যায়, ১৯২৪ সালে ইতালীয় অধ্যাপক ফিলিপো রাভিজ্জা প্রথম আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেসে বিশ্ব মিতব্যয় দিবসের ধারণাটি প্রস্তাব করেছিলেন। পরের বছর থেকে দিবসটি পালন শুরু হয়।

ব্যক্তি, পরিবার ও জাতির কল্যাণের জন্য মানুষকে মিতব্যয়ী হওয়ার কথা মনে করিয়ে দিতে এখন প্রতি বছর এ দিবসটি উদপাপিত হচ্ছে।

অতিরিক্ত ব্যয় না করে প্রয়োজনমতো অথবা হিসাব করে ব্যয় করার নামই মিতব্যয়িতা। আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের নাগরিকদের জন্য মিতব্যয়িতার প্রয়োজনীয়তা অপরিসীম।

উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। কিন্তু দুঃখের বিষয়, সে অনুযায়ী আয় বাড়ছে না। এ পরিস্থিতিতে মিতব্যয়িতা চর্চা করলে আর্থিক সংকটের মধ্যেও কিছুটা সুখী জীবনযাপন করতে আমরা সক্ষম হবো বলে আশা করা যায়।

সেসব পণ্যই কিনুন যা আপনার খুব দরকার, কিংবা না কিনলেই নয়। বাড়তি চাহিদার ওপরে মনোযোগ কমিয়ে একান্ত চাহিদার ওপরে মনোযোগ দিন। তাহলে হয়তো আয়ের সঙ্গে খরচের একটা সামঞ্জস্য চলে আসবে।




Developed by e2soft Technology